UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত মন্তব্যে সমালোচিত ইমরান খান

ঊষার আলো
এপ্রিল ৬, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ধর্ষণ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ধর্ষণের জন্য পাশ্চাত্য এবং প্রতিবেশী দেশ হতে আমদানিকৃত অশ্লীলতাকে দায়ী করেছেন তিনি। তিনি মনে করেন, অশ্লীলতা কমানো গেলে ধর্ষণের বিষয়টিও নিয়ন্ত্রণে আনা যাবে। কিন্তু পাকিস্তানের সংবাদমাধ্যমই এমন বক্তব্যের দরুণ ইমরান খানের তীব্র সমালোচনা করেছে।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) প্রকাশিত সম্পাদকীয়তে ডন লিখেছে, প্রধানমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্য এক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তিনি পুরুষের আচরণ সংশোধন নয় শুধু নারীর পর্দা করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। যৌন সহিংতার সাথে নারীর পোশাকের সম্পর্ক টেনে এমন বক্তব্য দেওয়ায় ডন বলে, ইমরান খানের চিন্তাভাবনার ধরন অসংবেদনশীল ও সেকেলে।

নারীদের সুরক্ষার দায় ভার ইমরান খান সমাজের ওপরই ছেড়ে দিয়েছেন। এতে করে নারীর সুরক্ষা নিশ্চিতে ইমরান খান সরকার তার দায়িত্বকে এড়িয়ে গেছেন বলেও দাবি করে ডন।

(ঊষার আলো-এফএসপি)