পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক বি,এম ইব্রাহিম হোসেনের নির্দেষনায় হুইল চেয়ার পেলেন ইউনিয়নের প্রতিবন্ধী বায়েজিদ খা (৫০)। ব্রেন স্ট্রোক জনিত কারণে তিনি পাঁচ বছর ধরে হাটা-চলার সামর্থ হারিয়ে ফেলেছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন এলাকার বাড়ী বাড়ী ঘুরতে যেয়ে প্রতিবন্ধী বায়েজিদ খা তাঁর নজরে পড়েন। তিনি দ্রুত ব্যাবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কেশবপুর উপজেলার কৃতি সন্তান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় কর্মী শাহ আবজাল খান(তপু),র হস্তক্ষেপে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুর জি.এস গোলাম রাব্বানীর সহায়তায় টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) পক্ষে জননেত্রী শেখ হাসিনার ভালবাসার উপহার হিসাবে তাকে একটি হুইল চেয়ার দিয়ে চলাফেরার সুযোগ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যানন্দকাটি গ্রামের বায়েজিদ খা’র বাড়ীর সামনে চেয়ার প্রদান অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামিলীগের সদস্য সাবেক মেম্বর নিমাই চন্দ্র ঘোষের সভাপতিত্ব এবং সদস্য মহিতোষ ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক বি,এম ইব্রাহিম হোসেনে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সামিদ হোসেন, হিজলডাঙ্গা ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান, অধ্যাপক স, ম কামরুজ্জামান। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মিন্টু রহমান, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সামিম হোসেন প্রমূখ।
বায়েজিদ খা (৫০) উপহার হিসাব নতুন হুইল চেয়ারটি পেয়ে অত্যন্ত খুশি হন এবং জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করেন। আরও সহযোগীতা করেছেন, ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কার, আসাদ, শেখ ফজলু, রাজা, সোহাগ, তানভীর, শরীফুল, আরিফ, সোহাগ, ফয়সালসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।