UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

ঊষার আলো
আগস্ট ২০, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ময়মনসিংহ সদর উপজেলায় ফিসারিতে কাজ করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার সিরতা ভাটিয়াপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। নিহতরা হচ্ছে, আব্দুল মজিদ সরকার (৫৫) এবং তার ছেলে মাহমুদুল হাসান (১২)।

শুক্রবার (২০ আগস্ট) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফারুক হোসেন।

তিনি জানান, ওই এলাকার নূর মোহাম্মদের ফিশারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন আব্দুল মজিদ। অন্যান্য দিনের মত সন্ধ্যার পর ছেলেকে নিয়ে ফিশারিতে কাজ করতে গিয়েছিলেন তিনি। তখন ফিশারির পাড়ে ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যায় মজিদ। বাবাকে ছাড়াতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

(ঊষার আলো-আরএম)