UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপজ্জনক জৈব রাসায়নিক কীটনাশক ডিডিটি মুক্ত বাংলাদেশ

ঊষার আলো
জানুয়ারি ৮, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সরকারিভাবে বাংলাদেশকে বিপজ্জনক জৈব রাসায়নিক কীটনাশক ডিডিটি মুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার (০৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮৫ সালে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে পাকিস্তান থেকে ৫০০ টন ডিডিটি আনা হয়েছিল। এর কিছুদিন পরেই গবেষণায় বেরিয়ে আস ডিডিটি বিষাক্ত পাউডার। এই কীটনাশককে মানুষের জন্য বিপজ্জনক ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। বর্তমান সরকারের পদক্ষেপের ফলে দেশ এখন ডিডিটি মুক্ত।পরিবেশমন্ত্রী বলেন, আমি আজ সরকারিভাবে বাংলাদেশকে বিপজ্জনক জৈব রাসায়নিক পেস্টিসাইড ডিডিটি মুক্ত ঘোষণা করছি।

তিনি বলেন, চলতি বছরে গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক তহবিল প্রতিষ্ঠা করা হবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতোমধ্যে উন্নয়নশীল দেশগুলোকে এই তহবিল বাস্তবায়নে তথা জীববৈচিত্র্য এবং প্রতিবেশ সংরক্ষণের জন্য ৩৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিতে অঙ্গীকার করেছেন। আমরা আশা করি, অন্যান্য উন্নত দেশগুলোও কানাডার পথ অনুসরণ করে এ তহবিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার পরিমাণ বাড়াবে।

ঊষার আলো-এসএ