ঊষার আলো ডেস্ক : প্রাচীনকাল থেকেই তুলসীপাতা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তুলসী প্রচুর অক্সিজেন উৎপন্ন করে থাকে এবং এই গাছের চারপাশে স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি করে।
তুলসী তিন প্রকার- কালো, সাদা এবং বনতুলসী। বদহজম কিংবা অজীর্ণ রোগে তুলসীপাতা অপরিহার্য। কয়েকটি তুলসীপাতা বেটে ৩-৪টি গোলমরিচ গুঁড়ো করে খেলে বদহজম দূর হয়ে থাকে।
তুলসীপাতা বেটে ১০ গ্রামের বড়ি বানিয়ে দৈনিক এক বা দুবার করে খেলে দুর্বল ব্যক্তি শরীরে শক্তি ফিরে পাবেন।
তুলসীপাতার রস, কাঁচা হলুদের রসের সাথে সামান্য দুধ মিশিয়ে দিনে তিন থেকে চার বার লাগালে বেশির ভাগ ক্ষেত্রে শরীরের সাদা দাগ দূর হয়।
খাদ্যে বিষক্রিয়া হলে কিংবা বিষাক্ত ফল খেলে অথবা বিষ খেয়ে ফেললে রোগীকে প্রচুর পরিমাণে তুলসীর রস খাওয়ালে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়।
অন্ডকোষ টনটন করলে তুলসীপাতার রস ছোট চামচ দিয়ে পাঁচ চামচের সাথে বা মিছরি মিলিয়ে রোজ তিন-চার করে বার খেলে ব্যথা কমে যায়।
এছাড়া চোখ উঠলে তুলসীপাতার রস দিনে তিন-চার বার ব্যবহার করলে চোখের যন্ত্রণা কমে যায়।
শরীরে বিশেষ করে মুখে কালো দাগ থাকলে কালো তুলসীর রসের সাথে লেবুর রস মিশিয়ে কালো দাগে ৭ থেকে ৮ দিন দু-তিন বার করে লাগালে কালো দাগ উঠে যায়।
অধিক প্রস্রাব হলে ২৫ গ্রাম তুলসীপাতার রসের সাথে এক চামচ মিছরির গুঁড়ো মিশিয়ে কদিন দিনে তিনবার করে খেলে ফল পাওয়া যায়।
ঘন ঘন বমি হলে তুলসীর রস ও মধু সমপরিমাণে মিশিয়ে খেলে খুবই দ্রুত বমি বন্ধ হয়ে যায়। যকৃতে কোনও রোগ হলে তুলসীপাতা সেদ্ধ করে ওই পানি ঠাণ্ডা করে খেলে উপকার পাওয়া যায়।
(ঊষার আলো-এফএসপি)