ক্রীড়া ডেস্ক : সুইজারল্যান্ডের লুজানে চলমান আর্চারি ওয়ার্ল্ডকাপ স্টেজ-২ প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশের দুই আর্চার রোমান সানা আর দিয়া সিদ্দিকী। রিকার্ভ ব্যক্তিগত এককের ব্যর্থতার পর তারা সাফল্য পেলেন দ্বৈত ইভেন্টে। যে কারণে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের পদক পাওয়া নিশ্চিত হয়েছে। আগামী রবিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপ নেদারল্যান্ডস।
বৃহস্পতিবার (২০ মে) ইরানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন রোমান-দিয়া জুটি। দ্বিতীয় রাউন্ডে তারা ৫-১ সেট পয়েন্টে জার্মানিকে উড়িয়ে দেন। কোয়ার্টার-ফাইনালে রোমান-দিয়ার প্রতিপ ছিল স্পেন। এই পর্বতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে যায় ৫-৪ ব্যবধানে।
সেমি-ফাইনালে কানাডাকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন রোমান-দিয়া। প্রথম সেটে ৩৭-৩২ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটও ৪০-৩৭ ব্যবধানে জয় আসে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় সেট ৩৭-৩৬ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় কানাডার জুটি। কিন্তু শেষ পর্যন্ত রোমান দিয়ার সামনে তারা টিকতে পারেনি। চতুর্থ সেটে ৩৫-৩৫ টাই করে জয় তুলে নেয় বাংলাদেশ দল।