ঊষার আলো ডেস্ক : বাংলাদেশে আজ পবিত্র শবে বরাত। এ রাতে মহান আল্লাহ সৃষ্টিজগতের প্রতি বিশেষ অনুগ্রহ করেন এবং ক্ষমাপ্রার্থীদের ক্ষামা করেদেন। মহিমান্বিত ও সম্মানিত দিন উপলক্ষে তুরস্ক ও বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কসহ বিশ্বের অনেক দেশে গতকাল ২৮ মার্চ রবিবার শবে বরাত পালন করেছে।
প্রেসিডেন্ট এরদোয়ান একটি টুইট বিবৃতিতে জানিয়েছে, আমি আশা করি রমজানের সুসংবাদবাহী শবে বরাত মুসলিম জাতি ও পুুরো মানব সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে।
এছাড়াও টুইট বার্তায় এরদোয়ান আয়া সোফিয়া মসজিদের ছবি প্রকাশ করেছেন। তাতে পবিত্র কোরআনের একটি আয়াত লিখা রয়েছে, যার অর্থ – যে রাতে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। (সুরা দুখান, আয়াত : ৪)
হিজরি বর্ষের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তম দিনের দিবাগত রাতে মুসলিম শবে বরাত হিসেবে পালন করে। এ রাতে তাঁরা নামাজ, জিকির, কোরআন পাঠ, দোয়াসহ বিভিন্ন আমলে নিমগ্ন থাকেন। সন্ধাবেলা মাগরিবের নামাজের পর থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত তাঁরা বিভিন্ন আমলে মগ্ন থাকে।
(ঊষার আলো- এম.এইচ)