ঊষার আলো ডেস্ক : মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৪ হাজার ৭১১ জনের প্রাণহানি হয়েছে। বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। আর সুস্থ হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৮৮১ জন।
আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৫ হাজার ৯১৫ জনের প্রাণহানি ও সনাক্ত হন ৩ লাখ ৭৪ হাজার ২৭৪ জনের দেহে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ বিষয়টি জানানো হয়েছে।
বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ১৩৯ জন। এদের মধ্যে মারা গেছে ৪৯ লাখ ৬৩ হাজার ৬৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২২ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ৩১ জন।
করোনায় বেশি আক্রান্ত ও প্রাণহানির হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৭৮২ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছে ৭ লাখ ৫৬ হাজার ৩৬২ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৬১৪ জন।
তালিকায় ২য় স্থানে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জনের দেহে। মারা গেছে ৪ লাখ ৫৪ হাজার ৭৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬৪৯ জন।
সেই তালিকায় বাংলাদেশের ২৯ নম্বর স্থানে রয়েছে। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনের দেহে। এদের মধ্যে মারা গেছে ২৭ হাজার ৮২৩ জন এবং সুস্থ হয়েছে ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।
(ঊষার আলো-আরএম)