UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে করোনায় আরও ৯ হাজারের বেশি মানুষের প্রাণহানি

ঊষার আলো
সেপ্টেম্বর ১১, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বে আরও ৯ হাজার আট জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আরও পাঁচ লাখ ৯৩ হাজার ৪৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ বিষয়টি জানা গেছে। বিশ্বজুড়ে করোনায় মোট মারা গেছে  ৪৬ লাখ ৩০ হাজার ৭৭১ জন। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৪৬১ জনের দেহে। এখন পর্যন্ত ২০ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৩১০ জন সুস্থ হয়েছে।

সারা বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৭ লাখ ৪১ হাজার ৬৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । মারা গেছে ৬ লাখ ৭৭ হাজার ১৭ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ২০ হাজার ৯৯৪ জন। সংক্রমণের তালিকার ২৮ নম্বরে রয়েছে বাংলাদেশের অবস্থান । এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । এদের মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৮৩২ জন এবং  আর সুস্থ হয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

(ঊষার আলো-আরএম)