UsharAlo logo
মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে প্রথমবারের মতো করোনা এন্টিবডি নিয়ে শিশুর জন্ম

usharalodesk
মার্চ ১৮, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের এন্টিবডি নিয়ে শিশুর জন্ম হয়েছে বলে দাবি করেন দুই শিশু বিশেষজ্ঞ।

এক খবরে বলা হয়েছে, দক্ষিণ ফ্লোরিডায় একজন অন্তঃসত্ত্বা নারী করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন। সম্প্রতি সেই নারী সন্তান প্রসব করেন। ভূমিষ্ট হওয়ার সময় সেই শিশু করোনার এন্টিবডি নিয়েই জন্মগ্রহণ করেছে। এটিই প্রথম করোনার এন্টিবডি নিয়ে জন্ম নেওয়া প্রথম শিশু বলে দাবি করা হয়েছে।

দুই শিশু চিকিৎসক অপ্রকাশিত একটি নিবন্ধে এমনই দাবি করেছেন। এখনো নিবন্ধটি পিয়ার-রিভিউ করা হয়নি।

দুই চিকিৎসক পল গিলবার্ট এবং চ্যাড রুডনিক জানান, সেই মা প্রথমসারির একজন স্বাস্থ্যকর্মী। তিনি জানুয়ারিতে ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় মডার্নার টিকাটি গ্রহণ করেছিলেন।

তারা বলেন, সেই নারী তিন সপ্তাহ পরে এক পুস্ট কন্যা শিশুর জন্ম দেন। শিশুটির নাড়ীর রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে তাতে করোনাভাইরাসের অ্যান্টিবডি শনাক্ত করা যায়।

নিবন্ধে বলা হয়েছে, ‘অতএব, মাতৃত্বকালীন ভ্যাকসিন গ্রহণের ফলে সার্স-কোভ-২ (করোনাভাইরাস) এর বিরদ্ধে সুরক্ষা এবং সংক্রমণ হ্রাসের সম্ভাবনা তৈরি হয়।

(ঊষার আলো-এফএসপি)