UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব নদী দিবস আজ

usharalodesk
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ (২৬ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস।বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হচ্ছে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য, নদী রক্ষায় মানুষকে সচেতন করা। নদী হচ্ছে পৃথিবীর ধমনীর মতো। এর প্রবাহমনতাই সত্যিকার অর্থে আমাদের জীবন রক্ষাকারী বলে মানুষকে জানানো।

এবারের এই দিবসটির প্রতিপাদ্য হলো, ভাইরাসমুক্ত বিশ্বের জন্য চাই দূষণমুক্ত নদী। এবারের নদী দিবসে সারা বিশ্বে প্রায় ১ হাজার কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে নদী এবং মানুষের জীবন অবিচ্ছেদ্য। তাই আমাদের মৃতপ্রায় নদী নিয়ে পরিবেশবাদীসহ সাধারণ মানুষের উদ্বেগ লক্ষ্য করা যায়। নদী রক্ষার তত্পরতা বিশ্বজুড়েই দেখা যায়। তাই নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছরের সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস।

জাতিসংঘ নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ২০০৫ সালে  ‘জীবনের জন্য জল দশক’ ঘোষণা করে। জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। তার পর থেকে দিবসটি পালন করছে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা। এ দিবস পালিত হচ্ছে বাংলাদেশে ২০১০ সাল থেকে।

(ঊষার আলো-আরএম)