UsharAlo logo
বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি সভাপতি যা জানালেন আফগানিস্তান সিরিজে সাকিবের খেলার ব্যাপারে

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

বহুবার ইচ্ছের কথা জানিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। দেশের মাটি থেকে নিতে পারেননি লাল বলের ক্রিকেট থেকে বিদায়।

এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও তার খেলার সম্ভাবনা কম বলেই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেসবক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারল না, এর পর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি, তবে পরের সিরিজে তার খেলার সম্ভাবনা কম। বলছি না যে খেলবে না নিশ্চিত হয়ে গেছে, তবে মিস করার সম্ভাবনাই বেশি। এটা তার মানসিক অবস্থার ওপর নির্ভর করে।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, মাঝে আবুধাবিতে টি১০ টুর্নামেন্টে খেলবেন সাকিব। সেই টুর্নামেন্টে খেলে প্রস্তুতি হলে এরপর জাতীয় দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে চাইলে বোর্ড তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে রাখা হতে পারে।

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ম্যাচ তিনটি হবে ৬, ৯ ও ১১ নভেম্বর। টাইগাররা সংযুক্ত আরব আমিরাতে যাবে আগামী ৪ নভেম্বর।