UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেঁচে থাকলে যুব সমাজের জন‌্য কামাল আরও কাজ করতে পারতো

ঊষার আলো
আগস্ট ৫, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে দেশের প্রতি কল‌্যাণমূলক কাজ করে গেছে শেখ কামাল। বেঁচে থাকলে কামাল যুব সমাজের জন‌্য অনেক কাজ করে যেতে পারতো।

বৃহস্পতিবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানের আয়োজন করেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী জানান, বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিলাম আমরা। পিঠাপিঠি ছিলাম কামাল আর আমি।
বাবা তাকে খুব আদর যত্ন করতো। ওর ভিতর ছোটবেলা থেকে কর্তব‌্যবোধ ছিলো। এমন কোনো খেলাধুলা নাই যে কামাল খেলতো না। সে খুব ভালো নাটক করতে পারতো।

শেখ হাসিনা আরও জানান, ‘আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেছিলেন কামাল। ওই অঞ্চলের লোকজন যাতে খেলাধুলা করতে পারে এটাই ছিলো তার উদ্দেশ‌্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কামাল খুব সাদাসিদে জীবন-যাবন করতো। ব‌্যবসা-বাণিজ‌্যরে প্রতি তার কোন দৃষ্টি ছিলো না। সে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব‌্যস্ত থাকতো। দেশের মানুষের জন‌্য কাজ করেছে সে।

(ঊষার আলো-আরএম)