UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়াকে নিয়ে বিকেলে বৈঠকের পর নেওয়া হবে সিদ্ধান্ত 

pial
জুন ১৪, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা পার হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকট কাটেনি। এমনটাই দাবি করে তার ব্যক্তিগত চিকিৎসক বলেন, হার্টের ২টি ব্লকের বিষয়ে আজ এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে আবারো বিদেশ নেয়ার দাবি জানান বিএনপি নেতারা।

হার্টের জটিলতা নিয়ে শনিবার (১১ জুন) মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। মাইল্ড হার্ট অ্যাটাক ধরা পড়েছিল এবং পরে হার্টের বাঁ দিকে একটি ব্লকে রিং পরান চিকিৎসকরা। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর আজ মঙ্গলবার (১৪ জুন) শেষ হচ্ছে সে সময়সীমা।

হার্টে আরো ২টি ব্লক ধরা পড়েছে খালেদা জিয়ার। আজ বিকেল ৫টায় বৈঠকের পর নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত, এমনই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

যদিও করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে থাকা বেগম জিয়ার অবস্থা এখনো স্থিতিশীল নয়।

অন্যদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান জানান। বর্তমান আইনে তাকে বিদেশে চিকিৎসা দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির এ নেতা।

(ঊষার আলো-এসএইস)