UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে অস্ত্র গুলিসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ঊষার আলো
জুন ৩, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যশোর জেলার বেনাপোল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ শংকর কুমার (২৭) ও আজিম শেখ (২০) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। বুধবার (২ জুন) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক শংকর কুমার বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের শ্রী কানাই সরকারের ছেলে ও আজিম শেখ একই গ্রামের সাজ্জত আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের ওসি ডিবির ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার খলসি এলাকায় অভিযান চালিয়ে দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)