UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেড়ে দ্বিগুণ হলো পেঁয়াজের দাম

pial
মে ১৩, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাজধানীসহ দেশের পাইকারি বাজারে কেজি প্রতি ১৫ থেকে ২৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের শুরুতেও দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা।

বৃহস্পতিবার (১২ মে) তা বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫৫ টাকায়। বাজারে পেঁয়াজের কমতি নেই অথচ আমদানি বন্ধের অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খুলনার বিভিন্ন বাজার ঘুরেও এ চিত্র পাওয়া গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন দেশে পেঁয়াজ উৎপাদনের ভরা মৌসুম। অতীতের শিক্ষা থেকে আবাদ বাড়ানোর মাধ্যমে এবার বেশ ভালো উৎপাদন হয়েছে পেঁয়াজের। সে পেঁয়াজ সম্প্রতি বাজারে আসতে শুরু করেছে। কিন্তু ভারতীয় পেঁয়াজের দাম কম থাকায় দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ বাজারে প্রতিযোগিতায় টিকতে পারে না। এ কারণে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করার জন্য সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানিতে নতুন করে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কৃষি বিভাগ মনে করছে, এখন অনুমতি দিলে কৃষকরা আর্থিক ক্ষতিতে পড়বেন এবং আগামী বছর উৎপাদনেও আগ্রহ হারাবেন।

(ঊষার আলো-এসএইস)