UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

ঊষার আলো
মার্চ ১৯, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৯ মার্চ) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুসুফিয়ান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিশ দেন।

এদিকে, জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় তিন শ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তবে তারা নিরাপদে রয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, শনিবারে বেড়াতে আসা পর্যটকদের অনেকেই রাত্রিযাপনের জন্য থেকে গেছেন। হঠাৎ বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকে পড়েছেন। তবে স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। দুর্যোগ না কাটা পর্যন্ত তাদের আতিথেয়তা দিতে হোটেল কর্তৃপক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঊষার আলো-এসএ