UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটিংয়ে বিজয়ের সেঞ্চুরি, বোলিংয়ে তাসকিনের

ক্রীড়া ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

দুজনেরই গড়েছেন রানের সেঞ্চুরি—এনামুল হক বিজয় দলকে টেনে থেমেছেন ১৪৯ রানে, তাসকিন আহমেদ পেয়েছেন ১০৭ রান খরচার রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। তাসকিনের বাজে দিনে এনামুলরা দাপট দেখিয়েছে। স্কোরবোর্ডে জমা করেছে তিনশ ছাড়ানো রান।

বিকেএসপির চার নম্বর মাঠে ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এই বিব্রতকর কীর্তি গড়েন তাসকিন। গাজী গ্রুপ ক্রিকেটার্স মঙ্গলবার ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৩৬ রান। জবাবে ভালোই এগোচ্ছে মোহামেডান।

দিনটি পুরোটা হতে পারত এনামুলের। সেখানে ভাগ বসিয়েছেন তাসকিন। মোহামেডানের বোলারদের ওপর চড়াও হওয়ার দিনে গাজী গ্রুপের দুজন পেয়েছেন ফিফটি। ১৪৩ বলে ৪ ছক্কা ও ১২ চারে ১৪৯ রান করেছেন এনামুল। শতরান খরচের দিনে তাসকিন পরেছিল এদের তাণ্ডবের মুখেই। তাসকিনের ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন তোফায়েল আহমেদ। ২৯ বলে তোফায়েল করেন ৬৩ রান। তার আগে ৭৫ বলে ৬০ রান করে ফেরেন ওপেনার সাদিকুর রহমান।

সবমিলিয়ে তোপের মুখে একাই পড়েনি তাসকিন। সাইফ উদ্দিনও ছিলেন যথেষ্ট খরুচে। ১০ ওভারে খরচ করেছেন ৭৭ রান। মেহেদী হাসান মিরাজ দিয়েছেন ৬৬ রান। তবে তাসকিন রেকর্ড করেই থেমেছেন। শেষ দুই ওভারে তার বোলিংয়ে ৪০ এর বেশি রান নিয়েছে গাজী গ্রুপের ব্যাটাররা। তাতেই এসেছে লজ্জার রেকর্ড।

তাসকিনের ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল ১০৪। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন শাহাদাত হোসেন। গত বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন। এবার এই রেকর্ডটি তাসকিনের।

ঊষার আলো-এসএ