ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে নাজেহাল হয়ে পড়েছে ব্রাজিলের হাসপাতালগুলো। জানা যায়, সে দেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব প্রকট আকার ধারণ করেছে।
করোনা সংক্রমণের নতুন তরঙ্গের কারণে দেশটির বেশিরভাগ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে শয্যা নেই। অক্সিজেনের জোগান নেই বললেই চলে।
পরিস্থিতি বিবেচনা করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গুরুতর রোগীদের বদলি করতে হচ্ছে। ‘প্যান আমেরিকান হেলথ অরগানাইজ়েশন’ জানান, ব্রাজিলের অবস্থা একেবারেই ‘শোচনীয়’।
সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭শ ৬৫ জন এবং মারা গেছে ৩ লাখ ৩ হাজার ৭শ ২৬ জন। বিশেষজ্ঞরা মনে করছে, করোনা সংক্রমণের হার এপ্রিল মাসেও বদলাবে না।
(ঊষার আলো: এম.এইচ)