UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

usharalodesk
এপ্রিল ২, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে নিচ ঘরের সামনে অফিয়া খাতুন (৬৫) নামে ১ বৃদ্ধার গলাকাটা লাশ পাওয়া গেছে। ০২ এপ্রিল শুক্রবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অফিয়া খাতুন ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের স্ত্রী। অফিয়া খাতুনের কোন সন্তান নেই।
চাঁনপুর দক্ষিণপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন জানু মিয়া বলেন, মসজিদের জন্য চাউল তুলতে সকাল সাড়ে সাতটারর দিকে অফিয়া খাতুনের বাড়িতে গিয়ে দেখি দরজার সামনে তাঁর রক্তমাখা লাশ পড়ে রয়েছে। অফিয়া খাতুনের মামা মান্নাফ মৃর্ধাকে খবর দিলে তিনি পুলিশকে বিষয়টি জানান।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেছেন, অফিয়া খাতুনের কোনো শত্রু থাকার কথা না। কিন্তু কেন এই বয়সে ওনাকে এমন নির্মমভাবে হত্যা করা হলো বুঝতে পারছি না।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেছেন, অফিয়া খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)