UsharAlo logo
মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভাইরাল হওয়া বক্তব্যকে ‘সুপার এডিট’ দাবি বিএনপি নেতার

usharalodesk
অক্টোবর ২৪, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  আওয়ামী লীগসহ শক্তিশালী একটি বিশেষ মহল ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এই অভিযোগ করেন তিনি।

ওয়াদুদ ভূঁইয়া বলেন ,‘ওয়ান ইলেভেনের সময়ও আমার বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হয়েছে। এবার নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ জনগণ থেকে দূরে রাখার জন্য করার জন্য অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি পাহারা দেওয়া সংক্রান্ত একটি ভিডিও সুপার এডিট করে, খন্ডিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।’

গত ৭ অক্টোবর নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দ্যেশে দেয়া ওয়াদুদ ভূঁইয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। তবে সেই ভাইরাল ভিডিওকে সুপার এডিট ও খন্ডিত উপস্থাপনা বলে অভিযোগ ওয়াদুদ ভূঁইয়ার। এই ঘটনায় দীঘিনালা থানায় অভিযোগ করার পর মো. কাদের নামে একজনকে আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ দেওয়ান রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব উপস্থিত ছিলেন।

ঊষার আলো-এসএ