UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় ৮ বছরের শিশুকে বলাৎকার

ঊষার আলো
মে ৫, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় ৮ বছরের ১টি শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে হোটেল মালিকের বিরুদ্ধে। বলাৎকারের শিকার শিশুটি তার হোটেলে কাজ করেন। ৪ মে মঙ্গলবার উপজেলার ঘারুয়া বাজারের ‘আখি হোটেল’-এর মালিক ইয়াকুব শেখের (৩০) বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।
শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আমার ছেলে হঠাৎ দুপুরে এসে কাঁদতে কাঁদতে বলে মালিক তার সাথে খারাপ কাজ করেছে। আমার খুব ব্যথা করতেছে। পরে দেখি রক্তে ওর প্যান্ট ভিজে গেছে। আমার ছেলের সাথে যে নোংরা কাজ করেছে আমি তার বিচার চাই।
এদিকে স্থানীয় মাতুব্বররা টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি লুৎফর রহমান বলেছেন, ঘটনা শুনেছি। তবে ওই শিশুটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো- এম.এইচ)