UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ভারতকে অনুরোধ করা হয়েছে, শেখ হাসিনা যেন বক্তৃতা-বিবৃতি দিতে না পারে’

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ‘শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছে তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার।

এ নিয়ে একাধিকবার বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা-বিবৃতি দিতে না পারে।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা  বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তৌফিক হাসান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে এখনো ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ। তবে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছিল বিষয়টি তারা দেখবেন।’

এ সময় মুখপাত্র আরও বলেন, ‘বিগত সরকারের কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জেনেভা মিশনের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন স্টাফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান মুখপাত্র।