UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন তামিম

ঊষার আলো
ডিসেম্বর ১, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জৌলুসময় আসর ভারতের আইপিএল। সেই আইপিএলে কখনোই খেলা হয়নি তামিম ইকবালের। এবার অবশ্য আইপিএলে না হলেও ভারতীয় একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হয়েছে তামিমের। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ক্রিকেট লিগে (বিসিএল) দল পেয়েছেন বাংলাদেশের তারকা এই ওপেনারের।

টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে মার্কি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান, সুরেশ রায়না ও শেখর ধাওয়ান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার লেন্ডল সিমন্স, ভারতের কেদার জাদব ও নামান ওঝারাও খেলার কথা রয়েছে।

বিগ ক্রিকেট লিগ তাদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তাদের ড্রাফট থেকে দল পাওয়ার কথা জানিয়েছে। তামিমের এমপি টাইগার্স দলে সতীর্থ হিসেবে আছেন– দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র, জতিন সাক্সেনা। এর মধ্যে জতিন ৫ লাখ রুপিতে দল পেয়েছেন।

সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে লিজেন্ডস ক্রিকেট লিগের মতোই আয়োজন করা হয় এই বিগ ক্রিকেট লিগ। ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলিপ ভেঙ্গসরকার লিগটির কমিশনার এবং উইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আছেন সহ-সভাপতি হিসেবে।

৬ দলের অংশগ্রহণে হবে বিগ ক্রিকেট লিগ। যেখানে প্রতিটি দল ১৮ সদস্য নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। লিগ পর্বে ১৫টি ম্যাচ, দুটি প্লে-অফ এবং ফাইনাল দিয়ে এর ফরম্যাট সাজানো হয়েছে। তবে টুর্নামেন্টটির সময়সীমা এখনও জানা যায়নি।

ঊষার আলো-এসএ