UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের রাজধানী দিল্লিতে লকডাউন ঘোষণা

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজ্যসরকার। আজ ১৯ এপ্রিল সোমবার রাত ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ৬ দিন পর্যন্ত।
১৯ এপ্রিল সোমবার দুপুরে গণমাধ্যমে এই সিদ্ধান্তের কথা বলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানিয়েছেন, দিল্লির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আর সে কারণেই লকডাউন দিতে বাধ্য হচ্ছে তার প্রশাসন।
এ সময়ে শুধু সরকারি অফিস এবং জরুরি পরিষেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান লকডাউনের আওতায় পড়বে বলে জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই রেকর্ডসংখ্যক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। দৈনিক সংক্রমণ ছড়িয়েছে প্রায় ২৬ হাজার। শুধু দিল্লি শহরে সংক্রমণ প্রায় ৩৩ শতাংশ ছাড়িয়েছে।
এর আগে দিল্লি সরকার জনবহুল স্থানগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।
দিল্লিসহ গোটা ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। পরিস্থিতি ভয়াবহতায় ইতোমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী করোনা সংক্রমিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মিলিত হন।
পরিস্থিতি বিবেচনা করে যে কোনও ধরনের সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার এমনটিও মনে করা হচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)