UsharAlo logo
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে আবর্জনার গাড়িতে নেওয়া হচ্ছে করোনার মৃতদেহ

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শহরের আবর্জনা ফেলার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে করোনায় মৃতের দেহ। ভারতের ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে হাসপাতাল থেকে এভাবেই সৎকার করতে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, পিপিই কিট পরা চার পরিচ্ছন্নকর্মী একজনের দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আবর্জনা ফেলার গাড়িতে এনে তুলে রাখলেন। পরে মরদেহগুলো সৎকারের জন্য নিয়ে যাচ্ছে শ্মশানে।
হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার বলেন, ‘গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েতের কাজ। এগুলোর দায় হাসপাতাল কর্তৃপক্ষের নয়।
করোনার প্রথম পর্বে যা ছিল, দ্বিতীয় পর্বে তার থেকে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছে ভারতের ছত্তিশগড়ে। দৈনিক সংক্রমণ সেখানে ১০ হাজারে ছুঁয়েছিল গত সপ্তাহেই। এ সপ্তাহে তা ১৫ হাজার ছাড়িয়েছে। দৈনিক মৃত্যু ১৪ এপ্রিল বুধবার ১৫০ এরও বেশি। রোগী বাড়ায় হাসপাতালগুলো রোগীদের রাখার ব্যবস্থা করা যাচ্ছে না।
কিছুদিন আগেও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল ছত্তিশগড়ের রায়পুরের সরকারি হাসপাতালের। সেখানে দেখা যায়, হাসপাতালের মর্গে দেহ রাখার আর জায়গা নেই। মর্গের বাইরে মাটিতে রোদের মধ্যে সারি দিয়ে রাখা হয়েছিল মরদেহ।

(ঊষার আলো- এম.এইচ)