UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে টিকার উৎপাদন বেড়েছে বাংলাদেশকে দেওয়া হবে: ভারতীয় হাই কমিশনার

koushikkln
জুলাই ২৩, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনাকালে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের পরিস্থিতি উন্নিতির দিকে। আমাদের টিকার উৎপাদনও বেড়েছে। ভারতে পর্যাপ্ত টিকা থাকলে আমরা বাংলাদেশকে সরবরাহ করতে পারবো। তবে টিকা কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ভারতীয় হাই কমিশনার।

শুক্রবার (২৩ জুলাই) সকালে ভারত থেকে কর্মস্থল ঢাকায় ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসা-বাণিজ্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে দুই দেশের ব্যবসা আরও বাড়বে। তার সঙ্গে ছিলেন স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী ও স্বজনেরা। এরআগে, আখাউড়া স্থলবন্দরে দু’দেশের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এসময় সরকারি পর্যায়ের দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ১৮ জুলাই রবিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশের রাজধানী দিল্লি যান তিনি।