UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১১ জনের মৃত্যু

pial
অক্টোবর ৮, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে যাত্রীবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ১১ জন মারা গেছেন, আর আহত হয়েছেন অনেকে।

আজ শনিবার (৮ অক্টোবর) এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে বাসটি ঔরঙ্গাবাদ রোড দিয়ে যাচ্ছিলো। তখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অন্য একটি পণ্যবাহী গাড়িতে ধাক্কা মারে। এরপর যাত্রীবাহী সেই বাসে আগুন ধরে যায়। এতে প্রাণ যায় ১১ জনের, আর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

(ঊষার আলো-এফএসপি)