UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পর আবারও ভারতের বিভিন্ন রাজ্যে তা বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে দেশটিতে আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগামিতা দেখা যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশটি মোট আক্রান্ত ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। ভারতের থেকে বেশি আক্রান্ত হয়েছে কেবল আমেরিকাতে।
১৬ এপ্রিল শুক্রবার দেশটি স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ১৮৫ জনের। এ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন মারা গেছে।
দৈনিক সংক্রমণের এ বৃদ্ধি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী বেড়েছে। এখন ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন। এ সক্রিয় রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবাতে ঘাটতি তৈরি হচ্ছে। একই শয্যাতে থাকতে হচ্ছে একাধিকজনকে। কেউ কেউ আবার শয্যা না পেয়ে চেয়ারে বসেই চিকিৎসা পরিষেবা নিচ্ছে হাসপাতালে।

(ঊষার আলো- এম.এইচ)