UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারী বর্ষণ হতে পারে আজ

pial
মে ৩১, ২০২২ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : মঙ্গলবার (৩১ মে) দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সোমবার (৩০ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়- রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু = জায়গায় অস্থায়ীভাবে ঝড়াে হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৪৮ ঘণ্টায় দেশের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে। অপরদিকে, বর্ধিত ৫ দিনে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

আরো বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার হতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

(ঊষার আলো-এসএইস)