UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় শিয়ালের কামড়ে ৫ জন আহত

usharalodesk
জুলাই ১৬, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ভালুকায় শিয়ালের কামড়ে শিশুসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার(১৬ জুলাই) সকালে উপজেলার মল্লিকবাডি ইউনিয়নের নয়নপুর মধ্যবাজারের কাছে শিয়ালে কামড়ানোর এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহত ব্যাক্তিরা হলেন, ওই গ্রামের আবদুল কদ্দুছ (৫৫), আবদুস সহিদ (৫০), মোছা. ফিরুজা খাতুন (৬০), মোছা. সোনিয়া আক্তার (৮) ও অজ্ঞাত এক নারী। এ সময়ে শিয়ালটি ১টি গরুকেও কামড় দেয়।

সূত্রে জানা যায়, শুক্রবার ১টি শিয়াল উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর মধ্যবাজার এলাকায় এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এ সময় বাড়ির আঙ্গিনায় যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। ভয়ে অনেকেই দরজা লাগিয়ে ঘরের বসে ছিলেন। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শিয়ালটিকে তাড়া করে পিটিয়ে মেরে ফেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল খালেক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঊষার আলো-আরএম)