UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিডিও বার্তায় ৪ মাঝিকে খুনের স্বীকারোক্তি দিলেন রোহিঙ্গা যুবক

pial
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ৪ মাঝিকে (নেতা) কীভাবে কার ইন্ধনে খুন করা হয়েছে তার বর্ণনা দিলেন মো. হাসিম (২১) নামের রোহিঙ্গা যুবক। এক মাসে চার নেতা খুনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মো. হাসিম একটি অস্ত্র হাতে কোন ক্যাম্পের কোন মাঝিকে কীভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনা দিচ্ছেন তিনি। ভিডিওতে হাশিমকে বলতে দেখা যায়, তার মতো ২৫ জন যুবককে অস্ত্র দেয় ইসলামী সংগঠন ‘মাহাজ।’

হাসিম জানান, ‘আমাদেরকে মোটা অংকের টাকা দিয়ে হত্যার মিশন বাস্তবায়ন করা হতো। আমাদের মূল কাজ ছিল যারা প্রত্যাবাসন নিয়ে কাজ করে, তাদেরকে হত্যা করা। ৫-৬ দিনের মধ্যেই আমরা ৩ মাঝিসহ ১ ভলান্টিয়ারকে হত্যা করেছি।’

খুনের শিকার মাঝিদের নামও বলেন এই যুবক। নিহতরা হলেন, ১৮ নম্বর ক্যাম্পের হেড মাঝি জাফর, ৭ নম্বর ক্যাম্পের ইসমাঈল, কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের এরশাদ এবং হেড মাঝি আজিমুল্লাহ।

ভিডিও বার্তায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ইসলামী মাহাজ সংগঠনের ৪ মুখপাত্রের নামও বলেন ওই যুবক। তারা হলেন- জিম্মাদার শাহাব উদ্দিন, রহমত উল্লাহ, হেড মাঝি ভূঁইয়া ও মৌলভী রফিক। এ চারজন সংগঠনের নেতৃত্ব দিতেন বলেও দাবি করেন তিনি।

রোহিঙ্গা যুবক আরও বলেন, তাদের সামনে আরও বড় মিশন ছিল। তবে নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। কাজে এই খারাপ জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ‘ভিডিওতে এ যুবক যাদের নাম উল্লেখ করেছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ক্যাম্পের নিরাপত্তার জন্য আমরা সবসময় সজাগ রয়েছি।’

(ঊষার আলো-এফএসপি)