UsharAlo logo
বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভুঁইফোঁড় মানবাধিকার সংগঠন নিয়ে সজাগ থাকার অনুরোধ কমিশনের

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২৫, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে একটি সংগঠনকে ভুঁইফোড় উল্লেখ করে এ ধরণের কথিত মানবাধিকার ব্যবসায়ীদের অপকর্মের বিষয়ে সজাগ থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নামের মিল থাকার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশনের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে আসছে কথিত এবং বর্তমানে বাতিলকৃত বাংলাদেশ মানবাধিকার কমিশন নামের একটি বেসরকারি সংস্থা।

সংস্থার কথিত মহাসচিব সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে মানবপাচার, ভাই-বোনের সম্পত্তি আত্মসাৎ, কমিটি বাণিজ্য ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে, যার ফলশ্রুতিতে সংস্থার নিবন্ধন বাতিল হয় এবং মানবপাচার মামলায় কথিত সাইফুল ইসলাম দিলদার বর্তমানে জেল হাজতে রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কথিত সংগঠনটির কতিপয় বিপথগামী ব্যক্তি গত ২০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থে জাতীয় মানবাধিকার কমিশনের নামে ঔদ্ধত্যপূর্ণ এবং ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করে।

ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের ফলপ্রসূতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে দেশে স্থিতিশীলতা আনয়ন ও বঞ্চিতদের যৌক্তিক দাবি পূরণে প্রচেষ্টা নিচ্ছে সেই অবস্থানের সুযোগ নিয়ে প্রতারক দিলদারের দুষ্কর্মের কয়েকজন সহযোগী সরকারকে বিভ্রান্ত করার জন্য অবাক করার মতো এসব অপচেষ্টায় লিপ্ত আছে।

এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে সবাইকে এসব মানবাধিকার ব্যবসায়ীদের অপকর্মের বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।