UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া পরিচয়ে একাধিক বিবাহের অভিযোগে চাকুরিচ্যুত বিজিবি সদস্য আটক

ঊষার আলো
জুলাই ৯, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : সেনা বাহিনীর মেজর, কখনও গোয়েন্দা কর্মকর্তা কখনও র‌্যাব কর্মকর্তা পরিচয়ে একাধিক বিবাহ করা ও যৌতুকের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মারফ শেখ (৪২) নামের একজন চাকুরিচ্যুত বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট পুলিশ। প্রতারক মারুফ শেখ বাগেরহাট সদরের ষাটগম্ভুজ শ্রীঘাট ফুলবাড়ী এলাকার মৃতঃ রমজান আলী শেখের ছেলে। জেসমিন আক্তার নামের তার এক স্ত্রীর অভিযোগে বাগেরহাটের শরনখোলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে খুলনা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। শুক্রবার(৯জুলাই) বেলা ১১টায় বাগেরহাট পুলিশ সুপারের কার্য্যলয়ে এ ঘটনায় প্রেস ব্রিফিং করেন মোড়েলগঞ্জ শরনখোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন। প্রেস ব্রিফিংএ তিনি বলেন, শরনখোলা উপজেলার তাফালবাড়ী গ্রামের জেসমিন আক্তার নামের এক নারী তার স্বামী মারুফ শেখের বিরুদ্ধে প্রতারনা, অর্থ ও স্বর্নালংকার হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৫ জুন ২০২১ শরনখোলা থানায় একটি মামলা করেন। ওই অভিযোগে বলা হয়, মারুফ শেখ নিজেকে জাকারিয়া নাম পরিচয় ভুল ঠিকানা ব্যবহার করে এবং গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে জেসমিন আক্তার কে বিবাহ করে। এরপর কয়েক দফায় নানা অজুহাতে জেসমিনের নিকট থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা ও ৭৫ হাজার টাকার স্বর্নালংকার নিয়ে গত বছর ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ হয়। এমতাবস্থায় জেসমিন চরম বিপাকে পড়ে স্বামীর খোজ খবর নিতে থাকে। পরবর্ত্তিতে জানতে পারে মারুফ শেখ ভুয়া পরিচয়ে বিবাহ করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। এক পর্যায়ে জেসমিন আক্তার বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করে। মামলা তদন্ত করতে গিয়ে মারুফের আসল পরিচয় ও একাধিক এ ধরনের বিবাহের ঘটনা ফাসঁ হয়। শুধু শরনখোলা উপজেলার সোনাতলা গ্রামের বৃষ্টি আক্তার, উত্তর তাফালবাড়ী গ্রামের কারিমা আক্তার, তাফালবাড়ী গ্রামের সালমা বেগম ও ২০০৪ সালে খুলনা ফুলতলা দামোদর এলাকার নুপুর বেগম কে বিবাহ করে। প্রতিটা বিবাহ করে প্রত্যেক স্ত্রীকে ফুসলিয়ে কারো কাছ থেকে ৫ লাখ, ৮ লাখ, ৯ লাখ, ১৩ লাখ ও ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। পরে মারুফের অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট পুলিশ সুপার একেএম আরিফুল হকে নির্দেশে শরনখোলা থানার ওসি সাইদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে খুলনা থেকে মারুফ শেখ কে গ্রেফতার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনে রিমান্ড আবেদন করে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। প্রেস ব্রিফিং কালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ আসাদুজ্জামান, ওসি মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)