UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

usharalodesk
মে ১৬, ২০২১ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর রবিবার (১৬ মে) থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
অন্যদিকে, বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে ঢোকা শুরু হয়েছে। তবে করোনা পরিস্থিততির কারণে বন্দর দিয়ে সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের অর্থ সম্পাদক মাকছুদ খাঁন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনায় সর্ব সম্মতিক্রমে গত ১১ মে (মঙ্গলবার) থেকে গতকাল ১৫ মে (শনিবার) পর্যন্ত ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর রবিবার (১৬ মে) সকাল থেকে আবারও শুরু
হয়েছে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও যথারীতি শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

(ঊষার আলো-এমএনএস)