UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দর টানা ৫ দিন বন্ধ

ঊষার আলো
মে ১২, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এর ফলে মঙ্গলবার (১১ মে) থেকে শনিবার (১৫ মে) পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।রবিবার (১৬ মে) থেকে আবারও যথারীতি শুরু হবে আমাদানি-রফতানি। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মাহমুদ এ তথ্য জানান।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনা করে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (১১ মে) থেকে শনিবার (১৫ মে) পর্যন্ত ৫ দিন দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)