ঊষার আলো রিপোর্ট : সুন্দরবন থেকে ১ টি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। ১৯ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়েছে।
মৃত বাঘটিকে শরণথোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে। ২০ মার্চ শনিবার ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেছেন, নিয়মিত টহলের সময় বন রক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পায়। পরে বাঘটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করছি ২-৩ দিন আগে কোথাও বাঘটির মৃত্যু হয়েছে।
জোয়ারের পানিতে ভেসে চরে এসে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। শনিবার প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে স্যাম্পল ঢাকাস্থ ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
(ঊষার আলো-এম.এইচ)