UsharAlo logo
মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলাহাটে গণপিটুনিতে ২ ভাই নিহত

usharalodesk
অক্টোবর ৩১, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার রেজাউল করিম।নিহতরা হলেন-জামবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবুর ছেলে ইয়াকুব আলী (২২) ও আলমগীর হোসেন (২৫)। সম্পর্কে তারা আপন ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে বড়গাছি-রহনপুর সড়কের খাপানির বিল এলাকায় যাওয়ার সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নারীদের স্বর্ণালয়কার এবং অন্যদের কাছ থেকে নগদ টাকা কেড়ে নেয় ডাকাতরা। এ সময় তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

পরে স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাতরা রাতের অন্ধকারে একটি পুকুরে ঝাঁপ দেয়। এক পর্যায়ে পুকুরের পাশের একটি আমগাছে উঠে নিজেদের রক্ষার চেষ্টা করে।

স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আম গাছ থেকে নামিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। এ সময় অপর দুই ডাকাত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানান, জামবাড়িয়ায় চারজন ছিনতাইকারী ছিনতাই করছিলেন। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। অন্য দুইজন পালিয়ে যায়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত দুই ভাই ইয়াকুব ও আলমগীরের নামে কয়েকটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানান তিনি।

ঊষার আলো-এসএ