UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্রাম্যমান আদালতের ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

ঊষার আলো ডেস্ক
মার্চ ১১, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে সোমবার (১১ মার্চ) ডুমুরিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আশিস মোমতাজ এই অভিযানের নেতৃত্ব দেন। বেঞ্চ সহকারী মো: নাসির উদ্দিন সানা ও ডুমুরিয়া থানা পুলিশ অভিযানে অংশ নেন।

অভিযানে মাংস বিক্রেতা ১ হাজার টাকা, কলা দোকানীকে ২শ’ ও ৩ মুদি ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে সর্বমোট ৪ হাজার ২শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্য আদায়সহ নানা অভিযোগে করা জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করে দন্ডপ্রাপ্তরা।