UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মক্কা-মদিনা যাতায়াতে আবার চালু হচ্ছে হারামাইন ট্রেন

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াতে উচ্চগতি সম্পন্ন হারামাইন ট্রেন পুনরায় আবার চলাচল শুরু করতে যাচ্ছে। আগামী ৩১ মার্চ চলাচল শুরু করবে বলে জানিয়েছে সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট।
আগামীকাল ১৫ মার্চ মঙ্গলবার থেকে ওয়েবসাইট থেকে ট্রেনের টিটিক ও বুকিং সুবিধা দেওয়া যাবে বলে জানিয়েছে হাইস্পিড ট্রেন অব হারামাইন-এর উপ-পরিচালক প্রকৌশলি রায়ান আল হারবি।
উচ্চগতি সম্পন্ন ট্রেনে করে মক্কা, মদিনা, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর ও রাবিগের কিং আবদুল্লাহ অর্থনৈতিক অঞ্চলে যাতায়াত করা যাবে। হজ ও ওমরাহ যাত্রী এবং অতিথিদের আনা-নেওয়ার জন্য বিশ্বমানের সুবিধা নিশ্চিত করতে ট্রেনটি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আসন্ন হজের সময় হাজিদের সেবা দিতে অন্তর্ভূক্তিমূলক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রকৌশলি রায়ান আল হারবি। করোনা মহামারিরোধে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীর সুরক্ষায় সব ধরনের স্বাস্থ্যবিধি ও সতর্কমূলক ব্যবস্থা করা হবে।
করোনা মহামারির সুযোগে ট্রেন কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও স্টেশন উন্নত করাসহ অন্যান্য কাজ শেষ করা হয়েছে। প্রতি ঘণ্টাায় ট্রেনটি ৩ শ কিলোমিটার দ্রুততার সঙ্গে চলবে।
২০১৯ সালের ডিসেম্বরে হারামাইন ট্রেন চলাচল শুরু হয়েছিল। এরপর জেদ্দার ১ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই মাস পর্যন্ত তা বন্ধ থাকে। এরপর করোনা মাহমারি সংক্রমণরোধে গত বছরের মার্চ থেকে পুনরায় এর চলাচল স্থগিত হয়েছে।
পবিত্র ২ নগরী মক্কা ও মদিনার মধ্যে মানুষের যাতায়াতের চাহিদা বাড়তে থাকলে দীর্ঘ ১ বছর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। পবিত্র ২ নগরীর মধ্যে সপ্তাহের ৫ দিন চলবে। এবং প্রতিদিন ১২ বার আসা-যাওয়া করবে। প্রতি ট্রেনে ৪ শয়ের বেশি যাত্রী সেবা করতে গ্রহণ করতে পারে।

 

(ঊষার আলো-এম.এইচ)