UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলকোটে রং মহল নাট্য সংস্থার  কমিটি গঠন

koushikkln
মার্চ ২০, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর, যশোর প্রতিনিধি : কেশবপুরের মঙ্গলকোট রং মহল নাট্য সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে ননীগোপাল চক্রবর্তীর বাড়ী সংলগ্ন ব্রিটিশ আমলের পুরাতন কালীবাড়ীর সামনে বটতলায় রবিবার (২০ মার্চ) বিকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা শিক্ষক আনছার আলী গাজীর সভাপতিত্বে এবং সাহিত্য সংগঠক ডাঃ কাদেরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা, চুকনগর বালিকা বিদ্যালয়ের শিক্ষক মৌঝুরী চৌধূরী, ইউপি সদস্য মোসলেম উদীন গোলদার, নাট্যশিল্পী আবুল কাসেম মোড়ল, বিশ্বনাথ হালদার, ইউপি সদস্য আব্দুস সাত্তার সরদার, নাট্যকার মোহসিন আলম, শিল্পী রানী চৌধুরী, জালাল উদীন সরদার, নাট্যশিল্পী রমেশ চন্দ্র কুণ্ডু, সঙ্গীত শিল্পী ডাঃ নজর উদ্দীন সানা, অরূপ ব্রহ্ম, অরূপ ব্রহ্ম, এরফান আলী সরদার, হাসি বিশ্বাস, আব্দুস সাত্তার, সন্তোষ সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে আবুল কাসেম মোড়লকে সভাপতি, জালাল উদ্দীন সরদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ মঙ্গলকোট রং মহল নাট্য সংস্থার কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা শিক্ষক সবার প্রিয় স্যার আনছার আলী গাজীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা পত্র প্রদান করা হয়।