UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মণিরামপুরে দুই গাঁজা ব্যবসায়ী আটক

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মনিরামপুরে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় থানার সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা পারভেজ ও সহকারী উপ পরিদর্শক কাজল চ্যাটার্জী উপজেলার ভোজগাতীর দোনার গ্রাম থেকে তাঁদের আটক করেন। আটককৃতরা হলেন, ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে ইন্তাজ আলী (৪৫) ও সদর উপজেলার সিরাজসিংহ গ্রামের সালাম গাজীর ছেলে রকিব গাজী (৫০)। উপ পরিদর্শক সোহেল রানা পারভেজ বলেন, ‘আটক দুইজন মাদক ব্যবসায়ী।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় খবর আসে ইন্তাজ আলীর বাড়িতে গাঁজা কেনাবেচা হচ্ছে। তখন অভিযান চালিয়ে ইন্তাজ আলীর বাড়ির উঠান থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে ধরেছি। মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

(ঊষার আলো-এমএনএস)