UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মতিঝিলের ফুটপাতে মিলল অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃতদেহ

ঊষার আলো
আগস্ট ১৩, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৭০ বছর।শনিবার (১৩ আগষ্ট) সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, সকালে খবর পাই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশের ফুটওভার ব্রিজের নিচে এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

ঊষার আলো-এসএ