UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মতিঝিলে ফুটপাত থেকে একজনের লাশ উদ্ধার

ঊষার আলো
মে ১৫, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :রাজধানীর মতিঝিলে ফুটপাত থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৫ মে) ভোররাতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।নুরুল ইসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মৌচাক শাখায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, মতিঝিল বিমান অফিসের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ফুটপাতে ঘুমাতেন।ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।নুরুল ইসলামের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান এসআই ফরিদ।

ঊষার আলো-এসএ