ঊষার আলো ডেস্ক : নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার।
আজ রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে এ নিয়োগ দেয়। রাষ্ট্রপতির নির্দেশে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন, আনোয়ারুল ইসলাম অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন আগামী ১৫ ডিসেম্বর।
জানা যায়, পানিসম্পদ মন্ত্রণালয়ে কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য হতে একজনকে নিয়োগ দেওয়া হয়। আর সেই হিসেবেও এগিয়ে ছিলেন কবির বিন আনোয়ার। কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ছিলেন। তিনি ১৯৬৪ সালের ৪ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
(ঊষার আলো-এফএসপি)