UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রীরা সার্কাসের জোকার হচ্ছে : মোমিন মেহেদী

ঊষার আলো ডেস্ক
মার্চ ৫, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হাস্যকর কথা বলে বলে দুর্নীতিবাজ মন্ত্রীরা সার্কাসের জোকার হচ্ছে। তারা রাজনীতিকে কলুষিত করার পাশাপাশি সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিষ্ঠা করছে।

৫ মার্চ সকালে দ্রব্যমূল্য কমানোর দাবিতে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত এক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, কথায় কথায় এরা রাজনীতির নামে অপরাজনীতি-দুর্নীতিকে যেভাবে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি নির্মমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ না নিয়ে হাস্যকর বক্তব্য দিচ্ছে-বরই দিয়ে ইফতার করতে বলছে।