ঊষার আলো প্রতিবেদক : খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালীর চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী কবির শেখ ওরফে হুমায়ুন কবীর (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এরপর সোমবার(৭জুন) হুমায়ুন কবীরকে আদালতে সোপর্দপূর্বক রিমান্ডের আবেদন জানালে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গ্রেফতারকৃত আসামী হুমায়ুন মশিয়ালী গ্রামের মৃত: হাসান আলী শেখের পুত্র।
এরআগে, ৬ জুন বিকেল ৪টায় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে খানজাহান আলী থানার মামলা নং-১২,তাং-১৮/০৭/২০২০, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোডের ৫ নং আসামী হুমায়ুন কবীরকে গ্রেফতার করেন। আসামী হুমায়ুন বহুল আলোচিত খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের ট্রিপল মার্ডার মামলার এজাহার নামীয় ৫নং আসামী। গ্রেফতারকৃত হুমায়ুন দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল। উল্লেখ্য, হত্যায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টাসহ মামলাটি তদন্তাধীন রয়েছে।
(ঊষার আলো-আরএম)