UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদুল হারাম ও মসজিদে নববীর নতুন ইমাম হলেন যারা

usharalodesk
অক্টোবর ৩, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার দুই মসজিদে নতুন ইমাম-খতিব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে এ নিয়োগ দেওয়া হয়।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন।

মসজিদুল হারামে দুই নতুন ইমাম

শায়খ ড. বদর আত-তুর্কী

শায়খ ড. ওয়ালিদ আশ শামসান

তারা গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদুল হারামে দায়িত্ব পালন করেছেন।

মসজিদে নববীর নতুন ইমাম

শায়খ ড. মুহাম্মদ আল-বুরহাজি .

শায়খ ড. আবদুল্লাহ আল-কারাফী

তারাও গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদে নববীতে দায়িত্ব পালন করেছেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বেশ কয়েকজন ইমাম ও খতিব রয়েছেন, তারা হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।

মসজিদে হারামের বর্তমান খতিবরা হলেন, শায়খ সালেহ বিন হুমাইদ, শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ উসামা খাইয়াত, শায়খ মাহের মুআইকিলি, শায়খ ফয়সাল গাজ্জাবি, শায়খ বান্দার বালিলা, শায়খ আবদুল্লাহ জুহানি ও শায়খ ইয়াসির দাওসারি।

মসজিদে নববির খতিবরা হলেন, শায়খ আলী হুজাইফি, শায়খ হুসাইন আলে শায়খ, শায়খ আব্দুল বারী ছুবাইতি, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ সালাহ আল-বুদাইর, শায়খ আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আহমাদ বিন আলী হুজাইফি ও শায়খ খালেদ মুহান্না।

ঊষার আলো-এসএ