UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদে নববিতে প্রবেশে করোনার টিকা বাধ্যতামূলক

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা মহামারি সংক্রমণ রোধে পবিত্র রমজান মাস উপলক্ষে মক্কা ও মদিনায় স্বাস্থ্যবিধি অনুসরণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মসজিদে নববিতে প্রবেশে টিকা নেওয়াকে শর্তারোপ করেছেন সৌদি আরব। পাশাপাশি অনুমতি ছাড়া রমজানে ওমরাহ করলে তাঁর বিরুদ্ধে ১০ হাজার রিয়াল জরিমানা ধার্য করা হয়েছে।
করোনা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন মসজিদে নববি কর্তৃপক্ষ। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের অংশ হিসেবে যারা করোনা টিকার ২ ডোজ নিয়েছে, বা করেনা মুক্ত হয়েছে, বা মসজিদে প্রবেশের সর্বোচ্চ ১৪ দিন আগে করোনার প্রথম টিকা নিয়েছে তাঁরাই কেবল মসজিদে প্রবেশের সুযোগ পাবে এবং রওজাহ জিয়ারত করতে পারবে।
তবে করোনাকালে ওমরাহ পালন, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশের জন্য আগ্রহীদেরকে ‘তাওয়াক্কালনা’ অ্যাপে নির্ধারিত তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। সবাইকে মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় অ্যাপের সাহায্যে জানাতে হবে।
মসজিদের ভেতর সামাজিক দূরত্ব মানতে হবে। কেউ বাইরে থেকে খাবার নিতে যেতে পারবে না। মসজিদ প্রাঙ্গণের ভেতর কেউ সাহরি ও ইফতারি বিরতণ বা আয়োজন করতে পারবে না। তবে ভেতরের সবাইকে পৃথকভাবে খেজুর ও পানীয় ইফতারি হিসেবে দেওয়া হবে।
তাছাড়া করোনা মহামারির কারণে দ্বিতীয় বছরের মতো এবারও মসজিদে নববিতে রমজানের শেষ ১০ দিনের ইতিকাফ স্থগিত রাখা হয়েছে।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৯৬ হাজার ৭৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ১৯৮ জন। আর মারা গিয়েছে ৬ হাজার ৭৩৭ জন।

(ঊষার আলো- এম.এইচ)