UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহাকাশে রেকর্ড ৯০৮ দিন কাটিয়ে পৃথিবীর মাটিতে!

pial
নভেম্বর ১৩, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : একটি মনুষ্যবিহীন মার্কিন সামরিক মহাকাশযান ষষ্ঠ মিশনে মোট ৯০৮ দিন কক্ষপথে কাটিয়ে রেকর্ড করেছে। বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত যানটি শনিবার (১২ নভেম্বর) ভোরে পৃথিবীর মাটিতে অবতরণ করে।

সৌরচালিত এক্স-৩৭বি নামের যানটি নাসার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করেছে। যেটির আগের মিশন ৭৮০ দিন স্থায়ী হয়েছিল।

বাহনটি নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে জিম চিল্টন জানান, ২০১০ সালে এক্স-৩৭বি প্রথম উৎক্ষেপণ হয়। এবার সে রেকর্ড ভেঙে দিয়েছে।
দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নতুন মহাকাশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে অতুলনীয় ক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেন, মিশনটি মহাকাশ অনুসন্ধানে বিমানবাহিনীর গুরুত্ব এবং অংশীদারের পাশাপাশি মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর আলোকপাত করেছে।

(ঊষার আলো-এফএসপি)